1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বাগমারায় আইসিইউ সেবা উদ্বোধন

  • প্রকাশকালঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৮৮ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের ২য় তলায় দুই শয্যা অত্যাধুনিক আইসিইউ, ২ শয্যা হাইফ্লো অক্সিজেন সিস্টেম ও ১২ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন শয্যা স্থাপন করা হয়েছে।

রবিবার সকালে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির পক্ষে আইসিইউ সেবা উদ্বোধন করেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ, লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন সার্জন ডাঃ মোহাম্মদ আলী, গাইনি বিশেষজ্ঞ ডাঃ দিলদার সুলতানা স্বপ্না, ডাঃ সোহাগ চক্রবতী, আবুল খায়ের গ্রুপের বিভাগীয় অফিসার মোঃ শাহ আলম, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামছুল হক মুন্সী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আমেরিকা প্রবাসী রবিউল আলম, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।

উদ্বোধনকালে আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ জানান, শুধুমাত্র করোনা পজেটিভ রোগীদের বাগমারা ২০ শয্যা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে করোনা উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে আসলে তাকেও জরুরী বিভাগে রেখে প্রাথমিক চিকিৎসাসহ পরবর্তী করনীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বাগমারা ২০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। তবে দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও জনবল সংকটের কারনে হাসপাতালটিতে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম