নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ মিলে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খুলেছেন শিল্পীদের নিজেদের সৃষ্ট শিল্পকর্ম শেয়ার করার প্ল্যাটফর্ম স্বরূপ একটি আর্ট গ্রুপ “Colony of Art”। সৃষ্টিশীল মেধার বিকাশকল্পে তাদের এই প্রয়াস৷ কয়েকজন এ্যাডমিনের পরিচালনায় গ্রুপটিতে প্রথম মাস শেষ হতে না-হতেই সাত হাজার সদস্য ছাড়িয়েছে। গ্রুপ টির প্রধান উদ্দেশ্য শিল্পীদের সৃষ্ট শিল্পকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা মানুষের কাছে তুলে ধরে উৎসাহ প্রদান করা এবং গ্রুপটিতে আন্ডারগ্রাউন্ড শিল্পীদের জন্যে একটি প্ল্যাটফর্ম তৈরী করে দেওয়া।
এছাড়াও সুস্থধারার শিল্পকর্মের মাধ্যমে এই দেশের সংস্কৃতিকে দেশ বিদেশে উপস্থাপন করাও গ্রুপের পরিচালনাকারীদের চাওয়া। Colony Of Art গ্রুপে বর্তমানে গান,নাচ,মেকআপ আর্ট,পেইন্টিং, ডিজিটাল ড্রইং, ফটোগ্রাফি, ক্রাফট সহ নানান রকম সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত আর্টিস্টরা তাদের কর্মগুলো নিয়মিত প্রদর্শন করছে। গ্রুপের এডমিনরা প্রতিনিয়তই গ্রুপে একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ বজায় রাখতে এবং তাদের উদ্দেশ্য অনু্যায়ী শিল্পীদের নিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরীর কাজে সর্বদাই নিয়োজিত। বর্তমানে গ্রুপটিতে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিম বঙ্গ, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের শিল্পী সদস্য রয়েছে এবং তাদের শিল্পকর্ম সবার সামনে তুলে ধরছে।
Leave a Reply