1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমার দেখা সেরা নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৮৭ জন পড়েছেন

ঐতিহ্যবাহী লাকসামের পশ্চিমগাঁও গ্রাম দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর উত্তর-পশ্চিম কোণে ঘেঁষে গড়ে উঠেছে আমাদের এই নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ।

কলেজটি বৃহত্তর লাকসাম অঞ্চলের এক মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে চলেছে।

উপমহাদেশে বাংলার প্রথম মহিলা নবাব বেগম ফয়জুন্নেছা চৌধুরী পশ্চিমগাঁও তাঁর বাস ভবনের পাশে মাধ্যমিক পর্যায়ে ফয়জিয়া মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।

পরবর্তীতে ১৯২০ সাল থেকে উচ্চ মাধ্যমিক পযার্য়ের শিক্ষার্থীরা পড়াশোনা করার সুযোগ পায়। নতুনত্বের ছোঁয়ায় ১৯৪৩ খ্রি. এটি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ নামে রূপ নেয়।

এবং ১৯৬৪ খ্রি. এটিকে নওয়াব ফয়জুন্নেছা ডিগ্রি কলেজে নাম করণ করা হয়।

সময় কখনো স্থীর নয় ১৯৮২ খ্রি. ১ লা মে বাংলাদেশ সরকার কলেজটিকে সরকারি করণ করে নাম দেয় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ।

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পযার্য়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি ১৯৯৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে স্নাতক (সম্মান) বিভাগ চালু হয়।

যেখানে,:—— স্নাতক : বি. এ, বি. এস. সি. , বি. বি. এস.।

স্নাতক (সম্মান) : অর্থনীতি, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা, গনিত, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা শুরু হয়।

বর্তমানে কলেজটিতে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী এবং ৫০+ বিসিএস ক্যাডার শিক্ষক নিয়ে নিরিবিলি ও নিরাপদ পরিবেশে এর কার্যক্রম সুষ্ট ভাবে পরিচালিত হয়ে আসছে।

এছাড়াও কলেজটিতে সমৃদ্ধ লাইব্রেরি, পাঠাগার, ছেলেমেয়েদের আলাদা কমন রোম,

কম্পিউটার ল্যাবরেটরি, টাইপ ল্যাব, সাইন্স ল্যাব, নিজস্ব শহীদ মিনার এবং সুন্দর একটি খেলার মাঠ।

বর্তমানে কলেজটিতে আরো দুটি সুন্দর নান্দনিক ভবন তৈরির কাজ চলছে,

ভবনগুলো হয়ে গেলে শিক্ষার্থীরা খুবই মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারবে।

তাছাড়া ছাত্রছাত্রীদের পৃথক আবাসিক হোস্টেলেরও কাজ চলছে।

যাতে করে দূরবর্তী শিক্ষার্থীরাও এই কলেজটিতে পড়ার সুযোগ পায়।

প্রায় এগারো একর জায়গা নিয়ে গড়ে উঠা কলেজটির মাঠের উওর, পূর্ব, দক্ষিণ দিকে ভবন থাকলেও পশ্চিম পাড়ে গাছের নিছে

ছাত্র-ছাত্রীদের জন্য বসার জন্য মনোরম জায়গা করা হয়েছে

কলেজ গেইট পাড় করলেই বাম পাশে রয়েছে ঈদগাহ, মসজিদ, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর বাড়ি

রাস্তার বিপরীত পাশে নদীর পাড়ে রয়েছে বসার বেস কিছু জায়গা।

যারা কলেজটি দেখেন নাই সবার প্রতি আমন্ত্রণ রইলো ঘুরে যাবে।

 

লেখক :
আয়েশা আক্তার
বিভাগ : অর্থনীতি ( ২০২১-২২ ) শিক্ষাবর্ষ।

সদস্য: আমরা বইপ্রেমী সংগঠন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম