লাকসাম প্রতিনিধি :
বরুড়া শহরের শহীদ মমতাজ উদ্দিন সুপার মার্কেটে গণচীনের তৈরি “ভিভো” মোবাইল ফোনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে এ শোরুম উদ্বোধন করা হয়। আনন্দমুখর পরিবেশে কেক কেটে যাত্রা শুরু করে ভিভো। এতে প্রধান অতিথি বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শহীদ মমতাজ উদ্দিন সুপার মার্কেটের পরিচালক মোঃ নাসির উদ্দিন লিংকন। বিশেষ অতিথি ছিলেন, ভিভো কোম্পানীর রিজিউনাল সেলস ম্যানেজার শরীফ চৌধুরী, রাসেল হোসাঈন অপু, সেলস এক্সিকিউটিভ অফিসার ফখরুল ইসলাম বাবু, ব্যান্ড শপ ম্যানেজার মোঃ রায়হান, স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ আবুল কাশেম, লায়ন মোঃ হুরুনুর রশিদ, ভিভোর ডিলার পয়েণ্টের কর্নধার মোঃ সাইফুর রহমান সোহাগ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বরুড়া শোরুমের ব্যবস্থাপনা পরিচালক লাকসাম বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মিজানুর রশিদ বলেন, বাংলাদেশের মানুষ এখন খুব সৌখিন, তারা এখন চায় উন্নত প্রযুক্তির সর্বোচ্চ সেবা, আর সেই সেবা দিতেই ভিভো বাজারে এনেছে উচ্চ ক্ষমতা সম্পর্ন আন্তর্জাতিক মানের উন্নত প্রযুক্তির অত্যাধুনিক মোবাইল ফোন। বরুড়ার মানুষকে সর্বশেষ প্রযুক্তির সর্বোচ্চ সেবা দিতেই এ এলাকায় ভিভো যাত্রা শুরু করেছে।
Leave a Reply