মোঃ হুমায়ুন কবির মানিক :
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বরুড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আনন্দ র্যালি বের করে বরুড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মনির হোসেন ঝান্টু, যুগ্ম আহবায়ক ফেরদাউস আলম চৌধুরী, দক্ষিণ জেলা বিএডিসি যুগ্ম আহবায়ক শাহ আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আবদুল বারিক, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক বশির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বকতার হোসেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, পৌর যুবলীগের আহবায়ক শাহিনুর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিপন খন্দকার প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে জাতীয় শ্রমিক লীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply