চৌদ্দগ্রাম প্রতিনিধি
আর মাত্র ৭ দিন বাকি। ক্যালেন্ডার তারিখ অনুযায়ী আসছে ২২ অক্টোবর হতে টানা ৫ দিন সারা দেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলার হিন্দুধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই দিনকে কেন্দ্র করে সারা চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব।
এবার ২২টি মন্ডপে চলবে এই আয়োজন। দিন রাত ঘাম জড়িয়ে মৃৎ শিল্পের কারিগররা শেষ অব্দি পর্যন্ত মনের মাধুরি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। শ্রী দূর্গার আগমনে এই দিবসে বলাবাহুল্য দিন আর বেশি বাকি নেই। ষষ্ঠীতে শুরু হয়ে দশমিতে গিয়ে দেবি দূর্গার বিদায়ি সংবর্ধ্বনার মাধ্যমে শেষ হবে শ্রমের এই আরাধনা। দেবীর গোটকে আগমনে প্রতিটি মন্ডপে সাজানো হচ্ছে প্রিয়সির সেই বাসর। প্রথম ষষ্ঠীতে মা দূর্গার সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস। তাই দিবসে এসে শ্রী দূর্গা পৃথীবির যত অশুভ শক্তি আছে তাদেরকে বিনাস করে শুভ শক্তির জন্ম দিয়ে যাবেন।
এবার উপজেলার জগন্নাথদিগি ইউনিয়নের সবচেয়ে বড় পূজা মন্ডপ হলো বরদৈন সার্বজনিন কালি মন্দির। এখানে প্রতি বছরের ন্যায় এবার অনুষ্ঠিত হবে এই উৎসবের আয়োজন। বরদৈন সার্বজনিন কালি মন্দিরের সভাপতি দুলাল কর্মকারও সাধারণ সম্পাদক বলারাম কর্মকার জানান, আশা করি গত বারের থেকে এবার মহামারি করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে আয়োজন একটু বড় হচ্ছে। সবাইকে মন্দিরে আসার আগে অবশ্যই মাকস, এবং সাবান পানি দিয়ে হাত ধুয়ে আসতে হবে। সাজানো হচ্ছে মা দূর্গাকে আমন্ত্রণ জানানোর জন্য প্যান্ডেল ও লাইটিংয়ের কাজ।
এবার লাল গোলাপ ও কালাসকা কাঞ্চন ফুলের পাপড়ি দিয়ে দেবির সারা অঙ্গকে মুড়িয়ে দেওয়া হবে।
Leave a Reply