চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগ। বুধবার স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিএম মীর হোসেন মিরু।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্ল্যাহ বাবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক ও উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি প্রমুখ ।
যুবলীগ নেতা গাজী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, পৌরসভা কৃষক লীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মোতাহের হোসেন ঝুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, নুরুল আলম, মো: মোশারফ হোসেন প্রমুখ।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাছুম বিল্লাহর সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল রায়হান আলকাছ।
চিওড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী শিপনের সঞ্চালনায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আলমগির হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুল হক মোল্লা বাবলু, সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply