কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার পূজা উদযাপন কমিটির সহ সভাপতি তপন শাহ গত শুক্রবার সকালে নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ৫২। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থজনিত রোগে ভূগছিলেন। শুক্রবার সকাল ১১টায় মহাস্বশশান কেন্দ্রীয় মন্দিরে তার অন্তষ্ট্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর সমেবেদনা জানিয়েছেন চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি উপজেলা বীরমুক্তিযোদ্ধা বাবু প্রমোদ চক্রবর্তী, সাধারন সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ, কুমিল্লা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রুপম সেনগুপ্ত, পৌরসভার পূজা কমিটির সভাপতি নরেশ বণিক, সাধারণ সম্পাদক নকুল চন্দ্র শাহ, বিমল ও সজল প্রমূখ।
Leave a Reply