গোলাম রসুল, চেদ্দৈগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বুধবার সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ নাসির উদ্দিনের পরিচালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মোঃ ফয়সাল বিন করিম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা সমবায় অফিসার মিয়া মোঃ শাহিনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মোশারেফ হোসেন, সহকারী নারী প্রশিক্ষক সৈয়দা তাইফা প্রমুখ।
এবারে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ নং ঘোলপাশা ইউনিয়নের ঘোড়াঘোড়া গ্রামের সফল নারী কুলসুম আকতার, নারী নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে শ্রেষ্ঠ জয়িতা পৌরসভার পাচরা গ্রামের শাহনা আকতার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য রাখায় বাতিসা বসন্তপুর গ্রামের তাহমিনা আকতার, অর্থনৈতিকভাবে সাফল্য রাখায় ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামে রেহানা আকতার ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় যুগিরখিল গ্রামের তাসলিমা আকতারকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়।
Leave a Reply