1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপি’র নিরন্তর শুভেচ্ছা নকশী বার্তাকে

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮৪ জন পড়েছেন

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :
‘নকশী বার্তা’ এর ৮ বছরের পথচলায় পরিবারের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক নিরন্তর ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা। সময়ের বেড়াজাল পেরিয়ে ধীরে ধীরে নকশী বার্তা নবম বর্ষে পদার্পণ করল। ভালোবাসা ও অভিনন্দন জানাই নকশী বার্তাকে সাহসের সঙ্গে সত্য উচ্চারণে ন্যায়নিষ্ঠ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য। নকশী বার্তা যেমন মানুষের প্রতি দায়বদ্ধ; তেমনি সমাজ, দেশ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাফল্য অর্জন করে জনগণের কাছাকাছি আসতে পেরেছে।
অনেক সময়ে আমাদের দেশের সংবাদপত্রগুলোকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ওই পরিস্থিতিতে অবিচল থেকে সংকট উতরে সংবাদপত্র উত্তরোত্তর সামনে এগিয়েছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্রই পারে দেশের জনগণের পক্ষে কাজ করে জবাবদিহিতা নিশ্চিত করতে। কারণ, স্বাধীন সংবাদপত্রের ভাষা আর জনগণের অভিব্যক্তি এ দুয়ের মধ্যে বিরাজমান থাকে গভীরতর এক সম্পর্ক।
আমরা এজন্য নকশী বার্তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, নকশী বার্তার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। নকশী বার্তা এর নবম বর্ষে অগ্রযাত্রা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের দৃঢ় বিশ্বাস সব শ্রেণী-পেশার মানুষের মতের প্রতিফলন ঘটিয়ে কালজয়ী খবরের কাগজ হয়ে উঠবে নকশী বার্তা।
পরিশেষে সাপ্তাহিক নকশী বার্তার পত্রিকার সম্পাদক-প্রকাশক ও নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করি। এছাড়াও আমার সংবাদসহ বিভিন্ন সহযোগিতার জন্যে সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন ও মহান আল্লাহতালার শোকরিয়া আদায় করছি। এ পত্রিকা যতদিন থাকবে, তা যেনো পাঠকের মনের মন্দিরে থাকে।
নকশী বার্তার পত্রিকার নবম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এ পত্রিকাটি যাতে সবসময় পাঠকপ্রিয়তা ধরে রাখতে পারে মহান আল্লাহতালার নিকট প্রার্থনা করছি। আবারো পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম